হাসপাতাল থেকে ছাড়া পেলেন নাভালনি

স্বাস্থ্যের উন্নত হওয়ায় ক্রেমলিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে বার্লিনের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

গত মাসে সিবেরিয়ায় একটি অভ্যন্তরীণ বিমানে অসুস্থ হয়ে পড়ার পর ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

বুধবার এক বিবৃতিতে শ্যারিট হাসপাতাল জানায়, রোগীর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। যে কারণে তাকে ছেড়ে দেয়া হয়।

কোমায় থাকা অবস্থায়ই তাকে রাশিয়া থেকে বার্লিনে নেয়া হয়েছিল। জার্মানি সরকার জানিয়েছে, ফ্রান্স, সুইডেন ও বার্লিনে পরীক্ষার পর তাকে নভিচক নার্ভ অ্যাজেন্ট প্রয়োগের বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে রাশিয়ার কাছ থেকে ব্যাখ্যা দাবি করেছে পশ্চিমা বিশ্ব। তবে মস্কো বলছে, তাদের হাতে এখনো কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো তদন্ত করতেও অস্বীকার করা হয়েছে।

এমনকি নাভালনিকে কোনো নার্ভ অ্যাজেন্ট প্রয়োগের অভিযোগও প্রত্যাখ্যান করেছে রুশ সরকার।

হাসপাতালের বিবৃতি বলছে, রোগীর শারীরিক অগ্রগতি ও বর্তমান অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসকরা মনে করেন যে তার সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে এই ভয়ঙ্কর বিষপ্রয়োগে তার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আগেভাগে কিছু বলা যাচ্ছে না।