তাদের নিয়ে কথা হচ্ছে

নতুন ওটিটি প্লাটফর্মের জন্য ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ‘ছুঁয়ে দিলে মন’ ছবির নির্মাতা শিহাব শাহীন। জানা গেছে এতে অভিনয় করতে যাচ্ছেন ‘পোড়ামন ২’ খ্যাত নায়ক সিয়াম আহমেদ। সঙ্গে আছেন মাহিয়া মাহি, জোবান ও ফারজানা রিক্তা।

বিষয়টি নিয়ে শিহাব শাহীনের সঙ্গে কথা হলে ওয়েব সিরিজটিতে কারা কাজ করছেন সে বিষয়ে জানাতে চাননি কিছুই। শুধু জানান, কথা হচ্ছে, চূড়ান্ত না হলে কিছুই আপাতত জানাতে পারছিনা।

পরিচালকের সঙ্গে সুর মিলিয়ে একই কথা বললেন নায়ক সিয়ামও। তিনিও জানালেন, আপাতত কিছুই জানাতে পারছিনা। দেখা যাক কি হয়। কাজটি করলে কর্তৃপক্ষই আনুষ্টানিকভাবে সব জানাবেন।

এদিকে বিশেষ সূত্রের বরাতে জানা গেছে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের নিজস্ব প্লাটফর্মের জন্য নির্মিত হবে ওয়েব সিরিজটি। আপাতত চলছে আর্টিস্টদের স্ক্রিপ্ট পড়া ও প্রি প্রডাকশনের কাজ। শিগগিরিই চূড়ান্ত করে সব জানানো হবে গণমাধ্যমে। ওয়েব সিরিজটির নাম ঠিক হয়নি এখনও।

এর আগে ‘বিঞ্চ’ নামে রবির একটি ভিডিও প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজ নির্মাণ করেন শিহাব শাহীন। ছয় পর্বের সিরিজটির নাম ‘আগস্ট ফোরটিন’। এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, মনিরা মিঠু, শহীদুজ্জামান সেলিম। একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত ওয়েব সিরিজটি বেশ আলোচিত ও সমালোচিত হয়।