ধর্ষণ-নারী নির্যাতনবিরোধী সমা‌বেশ করবে পুলিশ

police logo

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার সারা দেশে বিটভিত্তিক সমাবেশ করবে বাংলাদেশ পুলিশ।

দেশের ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী এই সমাবেশের আয়োজন করা হবে। শুক্রবার পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে ‘সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে’ দেশের সব বিটে একযোগে এই সমাবেশ হবে।

সংশ্লিষ্ট বিট এলাকার নারীদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এসব সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।