পাকিস্তানে সেনা হত্যায় ইরানের কঠোর নিন্দা

পাকিস্তান সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। একই সঙ্গে দেশটির সরকার এবং সামরিক বাহিনীর প্রতি গভীর সহানুভূতিও প্রকাশ করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, মদদদাতা, সমর্থক এবং অর্থ ও অস্ত্র সরবরাহ কার্যক্রমের বিরুদ্ধে এই অঞ্চলের সবগুলো দেশকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদার জেলা এবং উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকায় দুটি আলাদা হামলায় পাকিস্তানে ১২ সেনা নিহত হয়েছেন।

পাকিস্তানের রাষ্ট্র পরিচালিত তেল এবং গ্যাস উন্নয়ন কোম্পানির একটি বহরের ওপর হামলায় এসব সেনা নিহত হন।

সূত্র: ইরনা