সুদানও স্বীকৃতি দিতে যাচ্ছে ইসরাইলকে

মধ্যপ্রচ্যের দেশ মিশর, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনের পর এবার আফ্রিকার দেশ সুদানও ইহুদিবাদী দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে।

মার্কিন চাপের মুখে অবশেষে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে শান্তিচুক্তিতে রাজি হয়েছে সুদান। খবর নিউইয়র্ক টাইমসের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ফোনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকের সঙ্গে কথা বলে এ চুক্তি পাকা করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, খুব শিগগিরই ইসরায়েলের সঙ্গে সৌদি আরবও সম্পর্ক স্বাভাবিক করবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এ চুক্তিটি নতুন যুগের সূচনা করবে। ইসরাইল ও সুদান খুব শিগগিরই বাণিজ্যিক ও কৃষিখাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবে।

এদিকে সন্ত্রাসবাদী তালিকা থেকে সুদানকে বাদ দেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক।

এর আগে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে করে উপসাগরীয় আরব দেশ বাহরাইন। তারও আগে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।