দুই পরিবর্তনে নেপালকে হোয়াইটওয়াশের মিশনে মাঠে বাংলাদেশ দল

মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ ফুটবল দল। শুক্রবারের ম্যাচটিতে গোল করেছিলেন নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল। আজ মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের মুখোমুখি হয়েছে দুই দল।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকাল ৫টায় ম্যাচটি শুরু হয়েছে। এ ম্যাচে দুটি পরিবতর্ন নিয়ে খেলছে বাংলাদেশ। গোলরক্ষক আনিসুর রহমানের জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ আশরাফুল ইসলাম রানা ও রক্ষণভাগে রিয়াদুল হাসানের পরিবর্তে ইয়াসিন খান।

এর আগে প্রথম ম্যাচে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুরের গোলে ২-০ ব্যবধানে জয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: আশরাফুল ইসলাম রানা, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, জামাল ভূঁইয়া, মানিক মোল্লা, ইব্রাহিম, সাদ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন ও সুমন রেজা।

প্রথম ম্যাচ জিতে যাওয়ায় সিরিজ হারের কোন ভয় নেই বাংলাদেশ দলের সামনে। উল্টো হাতছানি দিচ্ছে দুই ম্যাচ জিতে নেপালকে হোয়াইটওয়াশ করার সম্ভাবনা। আজকের ম্যাচটি জিতলেই ২-০ ব্যবধানে নেপালকে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ উপহার দিতে পারবে বাংলাদেশ।