ইসরাইল সফরে বাহরাইনের প্রথম প্রতিনিধি দল

অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সম্পর্ক স্বাভাবিকীকরণের পর প্রথমবারের মতো ইসরাইল সফরে যাচ্ছে বাহরাইনের একটি প্রতিনিধিদল।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল-জায়ানির নেতৃত্বে ওই প্রতিনিধিদলের সদস্যরা গালফ এয়ারের বাণিজ্যিক ফ্লাইটে তেল আবিবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকালে বাহরাইনের মানামা বিমানবন্দর থেকে গালফ এয়ারের ফ্লাইট জিএফ৯৭২ তেল আবিবের উদ্দেশ্যে রওনা হয়।

মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত আভি বারকোউইৎজও ওই ফ্লাইটে রয়েছেন বলে তিনি নিজেই টুইটারে দেয়া পোস্টে জানিয়েছেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময়টিতে ইসরাইলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর থাকারও কথা রয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর গত মাসে হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত-বাহরাইন এবং তেলআবিব শান্তি চুক্তি স্বাক্ষর করে।

১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তি চুক্তিতে পৌঁছানোর পর তৃতীয় এবং চতুর্থ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন একই পথে হাঁটে।