বাংলাদেশি পর্যটকদের জন্যে অবিলম্বে টুরিস্ট ভিসা চালুর দাবি কলকাতার ব্যবসায়ীদের

indian visa

মিনি বাংলাদেশের মন বড় খারাপ। করোনার কারণে আটমাস ধরে পর্যটক আসা বন্ধ বাংলাদেশ থেকে। সম্প্রতি মেডিক্যাল ভিসা ও স্টুডেন্ট ভিসা চালু হলেও টুরিস্ট ভিসার কোনও খবর নেই।

মিনি বাংলাদেশ, অর্থাৎ মির্জা গালিব স্ট্রিট, মারকুইস স্ট্রিট, সদর স্ট্রিটের মুখে হাসি নেই।
হোটেলগুলো জনশূন্য, অনেকগুলির ঝাঁপ বন্ধ হয়ে গেছে। বাংলা খাবারের রেস্তোরাঁগুলো মাছি তাড়াচ্ছে। টুরিস্ট সেন্টার গুলোর নাভিশ্বাস, মানি এক্সচেঞ্জ কেন্দ্রগুলি শুনশান। শাড়ি এবং কসমেটিকসের শোরুমগুলি খাবি খাচ্ছে। বিশেষ করে পুজো, ঈদ আর বড়দিনে বাংলাদেশের পর্যটকদের ভিড়ে গমগম করে মিনি বাংলাদেশ। পর্যটক না থাকায় অর্থনৈতিকভাবে নিদারুন ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই ব্যবসায়ীরা। তাই আর আলাদাভাবে নয়, সম্মিলিতভাবে ব্যবসায়ীরা দরবার করেছেন রাজ্য সরকারের কাছে টুরিস্ট ভিসা চালু করার ব্যাপারে।

বিষয়টি যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীন তাই ব্যবসায়ীদের আবেদন পৌঁছে দেয়া হয়েছে দিল্লিতে। পরিস্থিতি দেখে ব্যবসায়ীরা ঠিক করছেন, প্রয়োজনে রাজ্য বিজেপির কাছেও বিষয়টা তুলে ধরবেন তাঁরা।