তুর্কি পণ্য বয়কট নিয়ে যা বলছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

তুর্কি পণ্য বয়কটের কথা অস্বীকার করে দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

শনিবার জি২০ সম্মেলনের সাইডলাইনে রয়টার্সকে দেয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি।

প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, সৌদি আরব অনানুষ্ঠানিকভাবে তুর্কি পণ্য বয়কট করছে এমন কোনও তথ্য-উপাত্ত নেই।

সাক্ষাৎকারে ফিলিস্তিন ইস্যু নিয়েও কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সৌদি সরকার একটি স্থায়ী শান্তি চুক্তি চায়।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি-তুরস্ক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। একাধিক ইস্যুতে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ দুটির অবস্থা একেবারে বিপরীত মেরুতে।

এমনকি সৌদি আরব তুরস্কের পণ্যের ওপর অলিখিত বয়কট জারি করে রেখেছে। তুরস্কে ভ্রমণে যেতেও নাগরিকদের নিরুৎসাহিত করা হচ্ছে।

দেশটির সুপারশপগুলো থেকে সরিয়ে নেয়া হচ্ছে তুর্কি পণ্য। এছাড়া তুরস্কের পণ্য আমদানির ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।