অবশেষে কাতার যাচ্ছেন নাবিব নেওয়াজ জীবন

দুইদিন আগে জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে বলেছিলেন, ‘আমার যথেষ্ট খেলোয়াড় আছে। তাই নাবিব নেওয়াজ জীবনের বিকল্প দরকার হবে না।’ বিকল্প নয়, শেষ পর্যন্ত জীবনকেই কাতার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ। বুধবার সকালে জীবন উড়াল দেবেন কাতারের উদ্দেশ্যে। মঙ্গলবার বিকেলে জীবনকে পাঠানোর খবর নিশ্চিত করে জেমি বলেন, ‘জীবনকে পাঠাচ্ছি। বুধবার সে যাবে কাতার।’

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হাঁটুতে ব্যথা পেয়েছিলেন জীবন। যে কারণে দলের অস্ট্রেলিয়ান ফিজিওর পরামর্শে তাকে প্রথমে কাতার পাঠানো হয়নি। জীবন কি খেলতে পারবেন? তার সর্বশেষ অবস্থা কি? জেমি ডে বলেছেন, ‘কয়দিনে তার বেশ উন্নতি হয়েছে। তবে আমাদের দেখতে হবে পরবর্তী দিনগুলো তার অবস্থা কি দাঁড়ায়।’

করোনাভাইরাস পজিটিভ হওয়ায় আরেক ফুটবলার ডিফেন্ডার মনজুরুর রহমান মানিককে দেশে রেখে যান সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। তার অবস্থা কি? জেমি ডে বললেন, ‘মানিক করোনা পরীক্ষার জন্য মঙ্গলবার আবার নমুনা দিয়েছে। নেগেটিভ হলে সেও যাবে।’

কাতার যাওয়ার জন্য নাবিব নেওয়াজ জীবন করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলেন। ফলাফল নেগেটিভ এসেছে। কোচ জেমি ডে’র করোনা পজিটিভ হয়েছে তৃতীয়বারের মতো। জাতীয় দলের হেড কোচের শারীরিক অবস্থা এখন কেমন? জেমির উত্তর, ‘কয়েকদিনের মধ্যে আমি আবার নমুনা দেব।’

আগামী ৪ ডিসেম্বর দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে স্থানীয় দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ২৫ ও ২৮ নভেম্বর।