ফতুল্লায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩৫ ঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৫টি টিনের তৈরি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সব হারিয়ে পুড়ে যাওয়া বাড়ির লোকজন এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার উত্তর নরসিংপুর-মুসলিমনগর সীমান্তবর্তী এলাকায় গিয়াস উদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরু গলির কারণে ঘটনাস্থলে পৌঁছতেই ফায়ার সার্ভিস কর্মীদের ১ ঘণ্টা সময় লেগেছে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর নারায়ণগঞ্জ ও বিসিক ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনের সূত্রপাত কী কারণে হয়েছিল তা এখনও নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ। এদিকে খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। তিনি ক্ষতিগ্রস্থদের খোজঁখবর নিয়েছেন এবং সরকারি সাহায্যের ঘোষণা দিয়েছেন।