কুকুরের সঙ্গে খেলতে গিয়ে বাইডেনের পায়ে চিড়

joe biden

কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পিছলে পড়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের পায়ে চিড় ধরেছে। তাকে চিকিৎসা সুরক্ষা বুট পরতে হতে পারে বলে রোববার তার প্রচার টিম জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ৭৮ বছর বয়সী বাইডেন পা পিছলে পড়ে গেলে তাকে চিকিৎসকের কাছে নেয়া হয়।

আগামী জানুয়ারিতে শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন হবেন বাইডেন। শনিবার তার দুটি জার্মান শেফার্ডের একটির সঙ্গে খেলতে গিয়ে তিনি আহত হয়েছেন।

বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কনোর শুরুতে বলেন, এক্সরে-তে কোনো ‘স্পষ্ট চিড়’ ধরা পড়েনি। যে কারণে অতিরিক্ত সিটিস্ক্যান করতে হয়েছে।

পরে এক বিবৃতিতে তিনি বলেন, ওই স্ক্যানেই পায়ের মাঝে ‘সূক্ষ্ম চিড়’ ধরা পড়েছে। আগামী কয়েক সপ্তাহ বাইডেনকে ‘হাঁটার বুট’ ব্যবহার করতে হতে পারে বলে জানিয়েছেন এই চিকিৎসক।

যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে নির্বাচিত হয়েছেন বাইডেন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের মাধ্যমে হোয়াইট হাউসে প্রবেশ করবেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় স্বীকার না করে ফলের বিষয়ে আদালতে আপত্তি তোলা ট্রাম্প বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক টুইটে বলেছেন, শিগগিরই সুস্থ হয়ে উঠুন!