অস্ট্রেলিয়া শিবিরে হতাশা, দলের বাইরে স্টার্ক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে ১-০’তে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে এলো আরও একটি দুঃসংবাদ। শেষ দুই টি-টোয়েন্টির দল থেকে বাইরে চলে গেছেন অজি পেসার মিচেল স্টার্ক। পরিবারের এক সদস্যের অসুস্থতার কারণে তিনি ক্যানবেরা থেকে সিডনিতে পৌঁছতে পারেননি। আর তাই শেষ দুই ম্যাচে খেলবেন না স্টার্ক।

তবে এ ব্যাপারে কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কোচ ল্যাঙ্গার জানান, পরিবার সবার আগে গুরুত্বপূর্ণ। আমরা স্টার্ককে সময় দিয়েছি। সব সমাধান করে পরে দলের সঙ্গে যোগ দেবে সে। আমরা তার পাশে আছি।

এদিকে স্টার্কের পরিবর্তে টিম ম্যানেজমেন্ট এখনও কাউকে দলে নেয়নি। তবে ব্যাকআপ হিসেবে অস্ট্রেলিয়া দলে আগে থেকেই রয়েছেন অ্যান্ড্রু টাই ও ড্যানিয়েল স্যামস।

এ ছাড়া স্টার্কের দলের বাইরে চলে যাওয়ার আগে অস্ট্রেলিয়া টিম প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পাশাপাশি ডেভিড ওয়ার্নার ও অ্যাশটন আগার চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন আগেই। প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক অ্যারন ফিঞ্চ চোট পেয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে তার খেলাও নিশ্চিত নয়।