বইমেলা হবে, পেছাবে আয়োজনের তারিখ

অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের উৎসব। বইপ্রেমী, লেখক ও প্রকাশকের এ মেলা করোনার কারণে অনিশ্চিত হয়ে উঠেছিল। আলোচনায় ছিল ভার্চুয়ালি বইমেলা। তবে অনেক জলপনা-কলপনার অবসান ঘটিয়ে মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।

রবিবার বিকেলে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক সভা শেষে জানা গেছে, বইমেলা আগের মতোই হবে। তবে তারিখ পরিবর্তন করা হবে।

জানা যায়, দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে বর্তমান পরিস্থিতিতে অমর একুশে বইমেলা ২০২১ ভার্চুয়ালি না সরাসরি অনুষ্ঠিত হবে, এ নিয়ে দ্বিধায় পড়ে বাংলা একাডেমি। তাই বইমেলা ভার্চুয়ালি করার প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি।

এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান কবি-লেখকরা। তারা সময় পরিবর্তন করে শারীরিক উপস্থিতিতেই বইমেলা আয়োজনের আহ্বান জানান।

সেই সূত্র ধরে রবিবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে প্রকাশকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।

সভা শেষে জানানো হয়, ভার্চুয়ালি নয়; শারীরিক উপস্থিতিতেই এবারের অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। তবে আগের মতো ফেব্রুয়ারি মাসে এ মেলা হবে না। পরবর্তীতে মেলার সময়সূচি জানিয়ে দেয়া হবে।