যশোরে অটোভ্যান চুরির অভিযোগে যুবক আটক

অটো ভ্যান চুরির অভিযোগে সামিউল (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সামিউল খুলনার ডুমুরিয়া উপজেলার ওয়াঘাটি সাহস জয়খালী গ্রামের হামিদুল কাজীর ছেলে।

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি আদর্শ কলোনীর মৃত ইউনুস আলী মন্ডলের ছেলে রফিকুল ইসলাম খোকন (৩৩) কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, গত ১০ ডিসেম্বর দুপুরে তিনি সাতমাইল বারিনগর বাজার বাসস্ট্যান্ডের আলার তেলের দোকানের সামনে তার ৫০ হাজার টাকা মূল্যের অটো ভ্যানটি রেখে বাজারের মধ্যে যান। ৭মিনিট পর এসে দেখেন ভ্যানটি নেই। তিনি ওই স্থানে বিভিন্ন ভবনে স্থাপন করা সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখেন এক যুবক ভ্যানটি চুরি করে নিয়ে যাচ্ছে। তিনি খোঁজ খবর নেয়া শুরু করে। গত ১৩ ডিসেম্বর তিনি সকাল সাড়ে ১০টার দিকে একই স্থানে দাড়িয়ে ছিলেন। সে সময় দেখেন যে জামা পড়ে যুবকটি ভ্যান নিয়ে গেছে সেই জামা পড়া এবং একই গঠনের একটি ছেলে ঘোরাফেরা করছে বাজারে। তিনি সন্দেহ করেন এবং লোকজনের সহায়তায় তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে হৈবতপুর ইউনিয়ন পরিষদের রাখা হয়। সেখানে নিয়ে গিয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে। সে সময় জানায় সুমন নামে এক যুবকের সহায়তায় সে ভ্যানটি চুরি করে। তার পকেট তল্লাশি করে মোট ৯টি চাবি পাওয়া যায়। চুরির কাছে ওই চাবি ব্যবহৃত হয়। সুমন নামে তার সহযোগি ভ্যানটি বিক্রি করে তাকে ৫ হাজার টাকা দেয় বলে সে জানায়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এবং এই ঘটনায় তিনি থানায় একটি মামলা করেন। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।