মেয়েদের বিশ্বকাপের সূচি ঘোষণা

২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের বিশ্বকাপ। আজ মঙ্গলবার সেই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। ৪ মার্চ থেকে শুরু হবে বিশ্বকাপ। ৩১টি ম্যাচের এই টুর্নামেন্ট চলবে ৩১ দিন ধরে।

ইতিমধ্যেই আয়োজক দেশ নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের সঙ্গে যোগ দেবে আরও তিন দল। এজন্য তাদেরকে বাছাইপর্ব উত্তীর্ণ হয়ে আসতে হবে। যা শুরু হবে ২০২১ সালের ২৬ জুন থেকে শ্রীলঙ্কার মাটিতে।

বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ, ডানোডিন এবং টারাঙ্গায়। ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। রিজার্ভ ডে হিসেবে থাকবে ৪ এপ্রিল। সেমি ফাইনালের জন্যও রিজার্ভ ডে রাখা হয়েছে।