বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই: তোফায়েল

বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হবেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘৭১ এর পাকিস্তানী পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা শহরের ভাসানী মঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগের এই নেতা।

তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। ৭১ সালে যারা এদেশের স্বাধীনতা অর্জনে বিরোধিতা করেছিল, তারা আজ আবার বাংলাদেশের বিরোধিতা করছে।’

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বাংলাদেশে স্থাপিত হবেই এবং থাকবেই।’

নেতাকর্মীদের প্রতি তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব আজ সুদৃঢ়। সেজন্য সকল অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমুখ।