মুম্বাই পুলিশের ওপর ক্ষিপ্ত পায়েল

বেশ কয়েক মাস আগে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। মুম্বাইয়ের ভারসোভা থানায় তিনি মামলাও করেন। তিনি এখনো কোনো ধরনের পদক্ষেপ নেয়নি পুলিশ। এই ঘটনায় মুম্বাই পুলিশের ওপর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভও ঝেড়েছেন অভিনেত্রী।

অতি সম্প্রতি টুইটারে অসন্তোষ প্রকাশ করে পায়েল লেখেন, এফআইআর দায়ের করার পর প্রায় চার মাস কেটে গেলেও মুম্বাই পুলিশ কোনো পদক্ষেপ করেনি। আমি সব রকম তথ্যপ্রমাণ দেয়ার পরেও পুলিশ নিষ্ক্রিয়। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি এবার আমাকে মরতে হবে?’

এখানেই থেমে থাকেননি পায়েল। পরে আরও একটি টুইট করে লেখেন, ‘অনেকটা সময় কেটে গেছে। মুম্বাই পুলিশ সম্পূর্ণরূপে তার কাজ করেনি। আমি অনুরোধ করছি। এটা একজন নারীর বিষয়। আমাদের মাথায় রাখতে হবে, আমরা সমাজে কী ধরনের উদাহরণ সৃষ্টি করছি।’

গত সেপ্টেম্বরে অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে মামলা করেন পায়েল। বলেন, অনুরাগ তার ছবিতে ‘কাস্টিং’ নিয়ে আলোচনা করার নামে পায়েলকে আন্ধেরির ফ্ল্যাটে ডেকে নিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। এরপর ভারসোভা থানায় অনুরাগকে ডেকে জিজ্ঞাসাবাদও করে মুম্বাই পুলিশ।

পরবর্তীতে পরিচালক অনুরাগের আইনজীবী প্রিয়াঙ্কা খিমানি এক বিবৃতিতে জানান, ‘অনুরাগ তার কথার পক্ষে সবরকম তথ্য পেশ করেছেন মুম্বাই পুলিশের কাছে। ২০১৩ সালের আগস্ট মাস জুড়ে তিনি শ্রীলঙ্কায় ছবির শ্যুটিং করছিলেন। কাজেই পরিচালক ওই ঘটনা এবং তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করছেন।’

পায়েলের এই অভিযোগ প্রথমে বলিউডে ঝড় তুললেও সময়ের সঙ্গে ক্রমশ থিতিয়ে যায় পুরো বিষয়টি। মুম্বাই পুলিশের দিক থেকেও আর বিশেষ কোনো তৎপরতা দেখা যায়নি। এই মুহূর্তে অনুরাগ তার নতুন ছবি ‘একে ভার্সেস একে’র প্রমোশনে ব্যস্ত। এর মধ্যেই পায়েলের টুইট নতুন করে বিতর্ক জাগিয়ে তোলে কিনা, সেটাই দেখার।