হেফাজতের বিরুদ্ধে সরকার মামলা করেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

asadujaman khan kamal
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হেফাজত ইসলামের সাবেক আমির আহমদ শফীর মৃত্যুর ঘটনায় স্বজনদের করা মামলায় সরকারের কোনো ইন্ধন নেই। তাই মামলা প্রত্যাহার হবে কি না সে বিষয়ে সরকার জানে না। এখানে সরকারের কিছু করার নেই।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আয়োজিত ই-পাসপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলা করা নাগরিক অধিকার, কেউ যদি মনে করেন অন্যায় হয়েছে, সংক্ষুব্ধ হয়ে তারা মামলা করেছে, যে কেউ মামলা করতে পারেন।

তিনি বলেন, ভাস্কর্যের নিরাপত্তা নিয়ে হাইকোর্টে একটি নির্দেশ রয়েছে আর সরকার সেই অনুযায়ী কাজ করছে। ভাস্কর্য আমাদের ইতিহাসের অংশ, এটি রক্ষার দায়িত্ব সবার।

বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সুরক্ষাসেবার আওতাধীন ফায়ার সার্ভিস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জেলা কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে জেলার আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় যোগ দেন।