এক সপ্তাহে ইপিএলে করোনা আক্রান্ত দেড় হাজার

ইংলিশ প্রিমিয়ার লিগে শুধু মঙ্গলবারই ১৮ জন করোনা আক্রান্ত। ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর মধ্যে আক্রান্ত ১৪৭৯ জন। এক সপ্তাহে যা সর্বাধিক।

নতুন মৌসুম শুরু হওয়ার পর থেকেই প্রিমিয়ার লিগে করোনার প্রকোপ বেড়ে গিয়েছে। ওপর দিকে থাকা দলগুলোর অনেকেই আক্রান্ত হলেও তাদের নাম জানানো হয়নি। কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের। সোমবার যদিও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়াল জেসুস এবং ডিফেন্ডার কাইল ওয়াকার আক্রান্ত হলে জানানো হয় সিটির তরফে। পিছিয়ে দেওয়া হয় এভার্টনের বিরুদ্ধে তাদের ম্যাচ।

রবিবার চেলসির বিরুদ্ধে সিটির খেলা ঘিরেও তৈরি হয়েছে আশঙ্কা। চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বলে দিয়েছেন, ‘‌দুই দলের কাছেই এই অবস্থায় ম্যাচ বেশ আশঙ্কার। সেই ক্ষেত্রে খেলা বন্ধ রাখাই উচিত।’‌ আর্সেনালের ব্রাজিলীয় ডিফেন্ডার গ্যাব্রিয়ালও করোনা আক্রান্ত বলে জানিয়েছে দল। পরের ২ ম্যাচে তাকে পাওয়া যাবে না।