করোনা পরিস্থিতির চরম অবনতি, বছরের শেষ দিনে সংক্রমণের নতুন রেকর্ড

corona

বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিদায়ী বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর বিগত রেকর্ড ভেঙে সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বছরের শেষ দিন বিশ্বব্যাপী রেকর্ড ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ জন করোনা সংক্রমিত হয়েছেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর সর্বোচ্চ ৭ লাখ ৩৬ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ শনাক্তে করোনার মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৮ কোটি ৩৮ লাখ সাড়ে ৯ হাজারের বেশি। একই সময়ে ১৩ হাজার ৪১১ মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ১৮ লাখ ২৫ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে দুটিই এখনো লাগামহীন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৩ হাজার ৮৮০ জন।

গত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ২ লাখ সাড়ে ২৮ হাজারের মতো সংক্রমিত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪ লাখ ৪৫ হাজারের বেশি।

করোনার নতুন ধরন ছড়িয়ে পড়া যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণে আরও বেড়েছে। দেশটিতে নতুন করে ৫৫ হাজার ৮৯২ জন আক্রান্ত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ২৪ লাখ ৮৯ হাজারে। আরও ৯৬৪ মৃত্যুতে মোট মৃত্যু সাড়ে ৭৩ হাজার ছাড়িয়ে গেছে।