১৮ লাখের বেশি প্রাণ গেল করোনায়

coronavirus

করোনাভাইরাস ইতোমধ্যে সারাবিশ্বে প্রাণ কেড়ে নিয়েছে ১৮ লাখ ২৫ হাজারের বেশি মানুষের। এখন পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা আট কোটি ৩8 লাখ।

গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৫৮১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৬৩ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১০৮ জন।

সর্বশেষ তথ্য বলছে, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৮৫৭ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ২৫ হাজার ৭০৯ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৯৩ লাখ ২১ হাজার ৯০৮ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৬৫৪। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৫৪ হাজার ২১৫ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৮৬ হাজার ৩২৯। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ১৮ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ৭৫ হাজার ৯৭৩। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯৪ হাজার ৯৭৬ জন।