বাঘারপাড়ায় এমপি ক্রিকেট টুর্নামেন্টে রাজাপুর চ্যাম্পিয়ন

নতুন বছরকে স্বাগত জানিয়ে যশোরের বাঘারপাড়ায় সিক্স এ সাইড এমপি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারী) খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ মাঠে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে রাজাপুর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়।

এদিন সকাল ১০টায় কলেজের নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দল হলো, বাঘারপাড়া উপজেলার তেলীধান্যপুড়া, খালিয়া, হিংগারপাড়া, সদর উপজেলার রাজাপুর, খাজুরা, লেবুতলা, ঝিনাইদহের কালীগঞ্জের দামোদরপুর ও মোথনপুর ক্রিকেট ক্লাব।

বিকেলে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় তেলীধান্যপুড়া নয়ন ক্রিকেট ক্লাব ও রাজাপুর ক্রিকেট ক্লাব। ট্রচে জিতে রাজাপুর ক্লাব নির্ধারিত ৬ ওভারে ৮৮ রান করে। ৮৯ রানের টার্গেটে তেলীধান্যপুড়া ক্লাব সবকটি উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে।

টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্বে ছিলেন কাজী কামরুল ইসলাম, নিবিড় হাসান, মন্টি মিয়া, রিফাত হোসেন। এছাড়া ধারাবিরণীতে ছিলেন নাসির উদ্দীন ও চন্দন কুমার। চ্যাম্পিয়ন দলের গোলজার ম্যান অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্ট নির্বাচিত হন।

খাজুরা ক্রিকেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ফরিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সাংসদ’র জ্যেষ্ঠপুত্র বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সদস্য তরুণ সমাজসেবক রুবেল রানা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সঞ্জিত কুমার, রিয়েল হোসেন, রিপন হোসেন, ছাত্রলীগের সোহাগ হোসেন প্রমুখ।