ইমাম নিবন্ধন বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া

এ বছর থেকে ইমাম নিবন্ধন বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া৷ ইউরোপীয় ইউনিয়নকেও একই উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে দেশটি৷

গত নভেম্বরে ভিয়েনায় বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও ২৩ জনের আহত হওয়ার পর নতুন বেশ কিছু সিদ্ধান্ত নেয় অস্ট্রিয়ার সরকার৷ তার একটি ছিল ইমাম নিবন্ধন৷ খবর ডয়েচে ভেলের।

২০২১ সাল থেকেই সেটি কার্যকর হয়েছে৷ সে অনুযায়ী দেশটির সব ইমাম সরকারিভাবে এখন নিবন্ধিত হবে৷

ইউরোপীয় ইউনিয়নও যাতে একই উদ্যোগ গ্রহণ করে সে বিষয়ে আহ্বান জানিয়েছে অস্ট্রিয়া৷ শনিবার জার্মান সংবাদপত্র ডি ভেল্টকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির ইউরোপীয়বিষয়ক মন্ত্রী ক্যারোলিন এডস্টাডলার বলেন, ‘রাজনৈতিক’ ইসলাম মোকাবেলায় ইমাম নিবন্ধন জরুরি৷

চ্যান্সেলর সেবাস্টিয়ার কুর্ৎসের রক্ষণশীল দল অস্ট্রিয়ান পিপলস পার্টির এ সদস্য আরও বলেন, বেশিরভাগ ইমাম বিভিন্ন ইউরোপীয় দেশ হয়ে আসেন। কাজেই নিরাপত্তা কর্তৃপক্ষের জানা প্রয়োজন কে কখন কোন মসজিদে কী ধরনের ধর্মীয় প্রচার চালাচ্ছেন।

তিনি মনে করেন ইইউ তহবিলের অর্থ যাতে কোনো ‘ইসলামিস্ট’ ও ইহুদিবিরোধী সংগঠনের হাতে না যায় সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত৷ এরই মধ্যে অস্ট্রিয়া মসজিদে বিদেশি অর্থায়ন নিষিদ্ধ করেছে৷

ইমাম নিবন্ধন ছাড়াও অস্ট্রিয়া বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে৷ এর মধ্যে উগ্র ডানপন্থী দল অস্ট্রিয়ান আইডেন্টিটারিয়ান মুভমেন্টের মতো চরমপন্থী সংগঠন এবং ‘ইসলামিস্ট’ গোষ্ঠীগুলোর প্রতীক প্রদর্শনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷