নাইজারে সন্ত্রাসী হামলায় ৭৯ জন নিহত

নাইজারের দুইটি গ্রামে সন্দেহভাজন ইসলামপন্থী জঙ্গিরা হামলা চালিয়ে ৭৯ জনকে হত্যা করেছে। চৌমাঙ্গ গ্রামে মারা গেছেন ৪৯ জন এবং আহত হয়েছে ১৭ জন। অন্যদিকে সীমান্তের কাছে জরোমদারে আরো ৩০ জন নিহত হয়েছে।

আফ্রিকার সাহেল অঞ্চলে সম্প্রতি বেশ কয়েকবার জঙ্গি হামলার মতো ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে।

এদিকে ফ্রান্স বলছে, মালিতে নিযুক্ত তাদের দুই সেনা মারা গেছে। সোমবার মালিতে পৃথক আরেকটি হামলায় তিন ফরাসি সেনা নিহতের পেছনে তাদের হাত ছিল।

পশ্চিম আফ্রিকায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকা এবং ইউরোপীয় মিত্রদের নিয়ে একটি জোট গঠন করা হয়েছে যার নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স। কিন্তু নাইজেরিয়া ও মালির মত দেশগুলোতে প্রতিনিয়ত সহিংসতার ঘটনা ঘটে যাচ্ছে।

সূত্র: বিবিসি