মাসব্যাপী লকডাউন আরোপের পরিকল্পনা জিম্বাবুয়ের

lockdown

মাসব্যাপী লকডাউন আরোপের পরিকল্পনা করছে জিম্বাবুয়ের সরকার। নতুন বছরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জিম্বাবুয়ের ভাইস প্রেসিডেন্ট কন্সটাটিনো চিওয়েনগা শনিবার এ তথ্য জানিয়েছেন। রাজধানী হারারেতে সাংবাদিকদের তিনি বলেন, শেষকৃত্যে ৩০ জনের বেশি লোক সমাগম করা যাবে না। বিয়ে, চার্চ, বার, বোটল স্টোর, জিমনেশিয়াম, রেস্তোরাঁয় লোকসমাগম ৩০ দিন বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, হাসপাতাল, ফার্মাসি, সুপারমার্কেটসহ জরুরি সেবাখাতগুলোতে প্রয়োজনীয় স্টাফরা থেকে কার্যক্রম পরিচালনা করবেন।