আমেরিকায় করোনায় মৃত্যু ৩ লাখ ৬০ হাজার ছাড়াল

করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। দৈনিক সংক্রমণ প্রতিদিনই দেশটিতে রেকর্ড গড়ছে।

যুক্তরাষ্ট্রে গত মাসে প্রায় প্রতিদিনই দুই লাখের কাছাকাছি মানুষ সংক্রমিত হয়েছেন। শনিবার একদিনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৭ হাজার, রোববার আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার মানুষ। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ২ কোটি ১১ লাখ ১৩ হাজার।

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময়ে বলেছিলেন, এক লাখের মধ্যেই মৃত্যু-মিছিল থামবে। তার সেই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। প্রতিবাদে এ দেশের একটি প্রথম সারির দৈনিক মৃত ১ লাখ মানুষের নাম প্রকাশ করে জানায়, এটি শুধুই সংখ্যা নয়, অনেকগুলো প্রাণ।

এর পরের কয়েকটা মাসে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় আরও বাড়িয়েছে সংক্রমণ।

বড়দিন নিয়েও একই আশঙ্কা প্রকাশ করে রেখেছেন আমেরিকার শীর্ষস্থানীয় সংক্রমণব্যাধী বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। সবচেয়ে খারাপ অবস্থা নর্থ ক্যারোলাইনা, অ্যারিজ়োনার অবস্থা। প্রদেশ দুটিতে মর্গ-মালিকরা বলছেন, মৃতদেহ রাখার মতো জায়গা পাচ্ছেন না তারা।