মওদুদের শয্যাপাশে ফখরুল, অবস্থার উন্নতি

moudud ahamed

হাসপাতালে চিকিৎসাধীন দলের স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অব্স্থার খোঁজ নিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার মওদুদকে দেখতে যান বিএনপি মহাসচিব।

নানা রোগে আক্রান্ত এই বিএনপি নেতার শারীরিক অবস্থা মঙ্গলবার অবনতি হয় বলে জানা গেছ। তার রক্তে হিমোগ্লোবিন কমে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এসময় মির্জা ফখরুল শয্যাপাশে কিছুক্ষণ দাঁড়িয়ে মওদুদ আহমদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

বিএনপি মহাসচিবের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মওদুদ আহমদের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো আছে।

এরআগে মঙ্গলবার অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের নেতৃত্বাধীন ছয় সদস্যের মেডিকেল বোর্ড মওদুদের স্ত্রী হাসিনা মওদুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ডেকে নিয়ে জানান, তার শারীরিক অবস্থা ভালো নয়।

বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত ২৯ ডিসেম্বর থেকে মওদুদ আহমদ এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। প্রবীণ এই রাজনীতিকের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এরআগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ দলের শীর্ষ নেতারা তাকে হাসপাতালে দেখে এসেছেন।