কোভিড: মৃত্যু ১৯ লাখ ৮৬ হাজার ছাড়াল

কোভিড-১৯ এ বিপর্যস্ত বিশ্ব। এক বছরেও এই মহামারীর দাপট কমেনি এতটুকু। এরই মধ্যে দেখা দিয়েছে নতুন ধরন। কোনো কোনো দেশে দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে। সর্বনাশা করোনায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। এরই মধ্যে সারাবিশ্বে ১৯ লাখ ৮৬ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ৭৮৬ জন। আর মারা গেছেন ১৯ লাখ ৮৬ হাজার ৯০০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ছয় কোটি ৬২ লাখ ৯৪ হাজার ১৬২ জন।

বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৩৪৫। দেশটিতে করোনায় মারা গেছেন তিন লাখ ৯৩ হাজার ৯২৮ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি পাঁচ লাখ ১২ হাজার ৮৩১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৫১ হাজার ৭৬৫ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। আক্রান্তে দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮২ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন দুই লাখ ৬ হাজার ৯ জন।

প্রসঙ্গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।