তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে রিয়াল মাদ্রিদের বিদায়

তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে হেরে গেল রিয়াল মাদ্রিদ। গতকাল বুধবার (২০ জানুয়ারী) রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরে কোপা দেল রে’ এর আসর থেকে বিদায় নিল জিনেদিন জিদানের শিষ্যরা।

খেলার ৪৫ মিনিটে এদের মিলিতাওয়ের গোলে অবশ্য এগিয়ে যায় রিয়াল। কিন্তু দ্বিতীয়ার্ধে ৮০তম মিনিটে সমতা টানেন হোসে সোলবেস। কর্নারে সতীর্থের হেড পাস গোলমুখে পেয়ে টোকা দিয়ে বল জালে জড়ান সোলবেস।

এরপর নির্ধারিত সময়ে কেউই জালের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১১০তম মিনিটে কাসেমিরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন স্বাগতিক মিডফিল্ডার রামোন লোপেস। প্রতিপক্ষের একজন কম থাকার সুযোগও কাজে লাগাতে পারেনি রিয়াল।
উল্টো ১১৫তম মিনিটে হজম করে দ্বিতীয় গোল। ছয় গজ বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন হুয়ানান। আসরের অন্যতম সেরা অঘটনের শিকার হয়ে বিদায় নেয় স্পেনের সফলতম দলটি।