এবার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে ভারত-চীনের সেনারা

china army
পার্বত্য সীমান্ত অঞ্চলে চীনা সৈন্যদের প্রহরা। ছবি: সংগৃহীত

গালওয়ানে ভারত এবং চীনের সেনাবাহিনীর সংঘর্ষের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের সেনাবাহিনীর জওয়ানরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পক্ষের সেনারা জখম হয়েছে। সিকিমের উত্তর সীমান্তে তিন দিন আগে এ ঘটনা ঘটেছে।

ভারতের সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো বলছে, সিকিম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল চীনের একদল সেনা। ভারতীয় বাহিনীর ব্যাপক বাধায় শেষ পর্যন্ত তারা পিছু হঠতে বাধ্য হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েক জন জখম হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গালওয়ানের কায়দায় গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকু লা এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়েছিল চীনা সেনা। সেই সময় আবহাওয়া খারাপ ছিল।

সেই সুযোগে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছে চীনের সেনারা। কিন্তু ভারতীয় বাহিনী তাদের বাধা দেয়। দুই পক্ষের মধ্যে মারপিট বেধে যায়। চীনের অন্তত ২০ জন জওয়ান ওই সংঘর্ষে জখম হয়েছে। শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় তারা। ভারতের চার জওয়ান জখম হয়েছে।

সংঘর্ষের পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায়। খারাপ আবহাওয়ার মধ্যেও সীমান্তে কড়া নজরদারি বজায় রেখেছে ভারতীয় জওয়ানরা। গালওয়ানের সংঘর্ষের পর নাকু লা-র ওই ঘটনায় ভারত-চীন সীমান্ত সংঘাত আবারো ভিন্ন মাত্রা পেল।

এর আগে গত বছরের জুনে চীনের সেনাদের হাতে ভারতের অন্তত ২০ জন সেনা নিহত হয়। তারপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।

সূত্র: বিবিসি