পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে ‘পাগলের মতো ভালোবাসি’

করোনার কারণে নতুন সিনেমা মুক্তির সংখ্যা একেবারে কমে গেছে। প্রেক্ষাগৃহগুলো চলছে পুরাতন সিনেমা। তবে আসছে ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শাহীন সুমন পরিচালিত আসিফ নূর ও অধরা খান অভিনীত নতুন সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’।

২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার শুটিং। শেষ হতে লেগে যায় চার বছর। গেল বছর মার্চে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। তখন করোনা সংক্রমণে সিনেমা হল বন্ধ হওয়ায় মুক্তি সম্ভব হয়নি। আসছে ১৯ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন ‘এক পৃথিবী প্রেম’ সিনেমার নায়ক আসিফ নূর।

তিনি বলেন, যেহেতু সেন্সর হয়ে আছে তাই মুক্তিতে আর সমস্যা নেই। তাছাড়া পরিচালক হিসেবে শাহীন সুমনের আলাদা গ্রহণযোগ্যতা আছে। যারা অভিনয় করেছেন প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে চমৎকার অভিনয় করেছেন। নতুন ধরনের প্রেমের গল্প নিয়ে পাগলের মতো ভালোবাসি মুক্তি পেতে যাচ্ছে। সাবধানতা মেনে সবাই সিনেমা দেখলে শ্রম সার্থক হবে।

‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার মাধ্যমে প্রথম অভিনয়ে এসেছিলেন অধরা খান। ইতিমধ্যে নায়ক ও মাতাল দুই সিনেমা মুক্তি পেয়েছে। এবার তার ক্যারিয়ারে প্রথম সিনেমাটি মুক্তি পাচ্ছে।

অধরা বলেন, আমি চেয়েছিলাম আগেই সিনেমা আসুক। কারণ প্রথম সিনেমার সঙ্গে সবার ইমোশন মিশে থাকে। কিন্তু নানা জটিলতা ও করোনা ইস্যুর কারণে সম্ভব হয়নি। আনন্দের বিষয়, ফাইনালি দর্শক সিনেমাটি পেতে যাচ্ছে। সবাইকে আহ্বান জানাই, স্বাস্থ্যবিধি মেনে সিনেমাটি যেন প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন।

সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত পাগলের মতো ভালোবাসি সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক শাহীন সুমন নিজেই।

অন্যন্য চরিত্রে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, সাদেক বাচ্চু, জয় রাজ প্রমুখ। এর গানগুলো লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনায় শওকত আলী ইমন এবং আহম্মেদ হুমায়ূন।