টিকা নিয়ে গুজব ছড়িয়ে লাভ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

কোভিড-১৯ টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে লাভ হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, গুজব উপেক্ষা করে মানুষ করোনাভাইরাসের টিকা নিচ্ছে। বিভ্রান্তি ছড়িয়ে কোনো কাজ হয়নি।

সোমবার ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কোভিড ১৯-এর টিকা নিয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়মতো টিকা বাংলাদেশে এসেছে এবং জনগণকে বিনামূল্যে দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র করে লাভ হয়নি।

টিকা আমদানিতে প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আজ করোনায় মৃত্যুর সংখ্যা কমে এসেছে। অনেক দেশ এখন পর্যন্ত করোনা টিকা পায়নি।

এর আগে নিজে টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী। টিকা নিয়ে নিজের কোনো সমস্যা হয়নি জানিয়ে সুরক্ষিত থাকতে সবাইকে তা নেওয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদও সোমবার একই হাসপাতালে টিকা নেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রতিদিন ১৮টি বুথে পুলিশ সদস্য ছাড়াও সাধারণ মানুষ নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারছেন।