লজ্জার হারের দিনে মেসির রেকর্ড

messi

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর লড়াইয়ে প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে স্প্যানিশ জায়াস্ট ক্লাব বার্সেলোনা। এদিন দলের হয়ে একমাত্র গোলটি করেন বার্সার আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। আর এই গোলটির মা্যধমে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেসের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৭ বছর গোল করার গৌরব অর্জন করেন।

১৯৯৫ সালে কিশোর বয়সে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটি করেছিলেন রাউল। এরপর ২০১১ সালে শালকের হয়ে করেন শেষ গোল। মাঝের ১৫ বছরেই অন্তত একটি হলেও গোল ছিল তার। মেসির প্রথম গোল ছিল ২০০৫ সালে। এরপর থেকে প্রতি বছরই গোল করে চলেছেন তিনি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে মেসির এটি চতুর্থ গোল এবং সবমিলিয়ে ২০২০-২১ মৌসুমে গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০। এই গোলের মাধ্যমে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা ১৭ বছর চ্যাম্পিয়নস লিগে গোল করার কৃতিত্ব দেখালেন মেসি।