মিয়ানমার সেনাবাহিনীর প্রধান ফেসবুক পেজ মুছে দেওয়া হয়েছে

মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত প্রধান ফেজবুক পেজটি মুছে দেওয়া হয়েছে। সহিংসতার উসকানির নীতিমালা ভঙ্গ করায় এই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। খবর-বার্তা সংস্থা রয়টার্সের।

রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার মিয়ানমারের মান্দালয় শহরে বিক্ষোভকারীদের ওপর চালানো গুলিতে দুজন নিহত হন। এতে অন্তত ২০ জন আহত হন। এর এক দিন পরই ফেসবুক কর্তৃপক্ষ সেনাবাহিনীর ফেসবুক পেজটি বন্ধ করে দেয়।

এদিকে গতকালের এই সহিংসতার নিন্দা জানিয়েছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তারা একে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছে। এর আগে মাথায় গুলিবিদ্ধ এক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিভিন্ন শহরে টানা বিক্ষোভ চলছে। সংখ্যালঘু গোষ্ঠী, কবি, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামরিক শাসন অবসানের দাবিতে বিক্ষোভ করছেন। অভ্যুত্থানবিরোধীরা সর্বশেষ নির্বাচনে জয়ী নেত্রী অং সান সু চি’র মুক্তিরও দাবি জানাচ্ছেন।