সৌদি যুবরাজের অস্ত্রোপচার

salman saudi

সৌদি আরবের কার্যত নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফল অস্ত্রোপচার হয়েছে। দেশটির গণমাধ্যম জানায়, তার অ্যাপেন্ডিসাইটস হয়েছিল।

খবরে জানানো হয়, ৩৫ বছর বয়সী যুবরাজের ল্যাপারোসকোপিক সার্জারি সফল হয়েছে। রিয়াদের বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে বুধবার ভোরেই তার এই অস্ত্রোপচার হয়।

বার্তা সংস্থা এসপিএ জানায়, যুবরাজ সুস্থ আছেন। তিনি স্বতস্ফূর্তভাবে হেঁটে হাসপাতাল থেকে বের হন এবং একটি গাড়ির যাত্রী আসনের সামনে বসেন।

সৌদির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় মৌলিক সংস্কার কার্যক্রমের দেখভাল করছেন এই যুবরাজ। রক্ষণশীলতা থেকে বেরিয়ে দেশটিকে অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের দিকে নিয়ে যাচ্ছেন তিনি।

তবে সাংবাদিক জামাল খাসোগি হত্যা ও মানবাধিকারকর্মীদের নির্যাতনের ঘটনায় বিশ্বজুড়ে তিনি ব্যাপক সমালোচিত হয়েছেন।