করোনার উদ্বেগে স্থগিত হলো পিএসএল

করোনাভাইরাসের উদ্বেগের কারণে স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

বৃহস্পতিবার সকালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জরুরি বৈঠক ডেকে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনার করে এই সিদ্ধান্ত নিয়েছে। খবর ক্রিকইনফোর।

প্রতিবেদনে বলা হয়, পিএসএল চলাকালীন চার ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। এর মধ্যেই আবার নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন। পিএসএলে মোট ম্যাচ হওয়ার কথা ৩৪টি। এর মধ্যে মাত্র ১৪টি ম্যাচ শেষ হয়েছে।
পিসিবি এক বিবৃতিতে বলেছে, জৈব বলয়ে থাকার পরও খেলোয়াড়দের করোনা পজিটিভ হওয়ায় ঝুঁকি নিতে চায়নি তারা। সব ফ্রাঞ্চাইজির মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর স্বাস্থ্যের কথা চিন্তা করে বোর্ড বাকি খেলাগুলো স্থগিত ঘোষণা করেছে। বোর্ড এখন খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও প্রয়োজনীয় টিকাকরণের দিকে মনোযোগ দেবে।