নতুন বলে বল করার অভ্যাস করছেন আদিল রশীদ

ভারতের বিরুদ্ধে গত শুক্রবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে চমকে দিয়েছিলেন আদিল রশিদ। অনেক বছর হয়ে গিয়েছে, তিনি নতুন বলে বল করেননি।

আহমেদাবাদে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ। এই ম্যাচে ম্যাচের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আদিল রশীদ বলেন, ‘নতুন বলে বল করাটা এখন আমার কাছে নতুন ব্যাপার। গত দুদিন হলো নেটে নতুন বলে বল করছি।’

লেগস্পিনার রশীদ পরিষ্কার বলে দিচ্ছেন, ‘আমাকে যখনই বল করতে ডাকা হোক না কেন, লক্ষ্য থাকে সেরাটা দেওয়ার। এমন কিছু করা, যেটা দলের কাজে আসবে।’

প্রথম ম্যাচে বিরাট কোহলির উইকেট তুলে নিয়ে অধিনায়ক ইয়ন মরগ্যানের আস্থার মর্যাদা দেন রশীদ।

অনেকে মনে করেন, এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে সেরা স্পিনার রশীদ। কিন্তু তিনি আইপিএলে বরাবরই ব্রাত্য। এবারও নিলামে নাম দিয়েছিলেন। কিন্তু দল পাননি। যা নিয়ে এই লেগস্পিনার বলেছেন, ‘আইপিএলে দল না পেয়ে আমি হতাশ নই। এমনিতেই অনেক স্পিনার খেলে আইপিএলে। তার উপরে ভারতীয় স্পিনাররাও আছে। যে কারণে আইপিএলে কোনো দল আমাকে নেবে, এমনটা ভাবিনি।’