বর্ণবিদ্বেষের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান বাইডেনের

jo biden

জাতিবিদ্বেষ নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন। সাম্প্রতিককালে এশীয়-আমেরিকানদের ওপর একের পর এক অত্যাচার নিয়ে সরব হলেন তিনি।

গত ১৬ মার্চ আটলান্টায় ২১ বছরের আততায়ীর গুলিতে মৃত্যু হয় আট জনের। তাদের মধ্যে ৬ জনই এশীয় বংশোদ্ভূত নারী। এ ঘটনার পর চুপ করে থাকতে পারলেন না বাইডেন। নিজ দেশের মানুষকেও চুপ করে না থাকার অনুরোধ করেছেন তিনি।

বাইডেন বলেন, চোখের সামনে এমন অন্যায় ঘটতে দেখে চুপ করে থাকাও অন্যায়ই। গর্জে উঠতে হবে, কিছু করতে হবে। এর বিরুদ্ধে লড়তে হবে। আমাদের হৃদয়ে পরিবর্তন আনতে হবে। আমেরিকায় ঘৃণার কোনও জায়গা নেই।
আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট পদে আছেন কমলা হ্যারিস। এশীয় বংশোদ্ভূত হিসেবে ন্যাশনাল অফিসে তিনিই প্রথম পদাধিকারী। হ্যারিস বলেন, আমেরিকায় বর্ণবিদ্বেষ রয়েছে অনেকদিন ধরেই। প্রেসিডেন্ট এবং আমি চুপ করে থাকব না। হিংসা, ঘৃণা, বিদ্বেষের বিরুদ্ধে আমরা সবসময়ই গর্জে উঠব।