এই ম্যাচে অনেক উন্নতি হয়েছে : তামিম

tamim iqbal

প্রথম ওয়ানডেতে ১৩১ রানে অল-আউট হয়ে ৮ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ২৭১ রান তুলে ৫ উইকেটে হারের মাঝে পার্থক্যটা স্পষ্ট। ব্যাট হাতে দুটি সত্তোরোর্ধ ইনিংসও আছে তামিম-মিঠুনের। কিউইরা যখন জয় থেকে ১০০ রান দুরে, তখন জিমি নিশামের সহজতম ক্যাচটি ফেলে দেন মুশফিক। এরপর মেহেদি নিজের বলে ক্যাচ ছাড়েন সেঞ্চুরিয়ান ল্যাথামের। তাই কিউইদের মাটিতে প্রথম জয়ের দারুণ একটা সুযোগ হাতছাড়া হয়ে যায়।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল সংবাদ সম্মেলনে একরাশ হতাশা প্রকাশ করে বলেন, ‘ম্যাচটা জেতা উচিত ছিল। বোলাররা সুযোগ সৃষ্টি করেছে। আমরা সুযোগ লুফে নিতে পারিনি। ক্যাচ ফেলেছি এমন অবস্থায়…। আমরা কালেভদ্রে ম্যাচ জিতি। যখন সুযোগ আসে তখন আমাদের সবকিছুই ১০০ ভাগ দিয়ে করা উচিত। অবশ্যই আমি হতাশ। তবে আমার মতে এই ম্যাচে অনেক উন্নতি হয়েছে। ব্যাটসম্যানরা ভালো করেছে। মিঠুন দারুণ ব্যাটিং করেছে। মুশফিকও ভালো করেছে। আগের ম্যাচ থেকে ভালো, কিন্তু আমরা এখানে উন্নতি করতে আসিনি। আমরা জিততে এসেছি।’

আজকের জয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে সিরিজের তৃতীয় ম্যাচ। ওয়েলিংটনে আর এসব ভুল দেখতে চান না তামিম, ‘পরেরবার যখন সুযোগ আসবে, তখন দুহাত বাড়িয়ে সেই সুযোগ নিয়ে নিতে হবে। ওয়েলিংটনে আমাদের ইতিবাচক থাকতে হবে এবং তাদের আবার চেপে ধরতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন সুযোগ এলে কাজে লাগাতে পারি।’