করোনা নিয়েই বৈঠকে ইমরান খান!

imran khan

করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার গণমাধ্যম টিমের সঙ্গে সরাসরি বৈঠক করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

বৃহস্পতিবার তার বানিগালা বাসস্থানে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় এই বৈঠক করেন। ডন ও এনডিটিভির খবরে এমন তথ্য মিলেছে। দেশটির বিরোধীদলীয় নেতারা বলছেন, প্রাণঘাতী মহামারীর তৃতীয় ঢেউ চলা সত্ত্বেও প্রধানমন্ত্রী নিজেই নিয়ম লঙ্ঘন করছেন।

যারা এই বৈঠকে অংশ নিয়েছেন তাদের সবার বিরুদ্ধে এজাহার দাখিল করার আহ্বান জানিয়েছেন তারা।

গেল ২০ মার্চ ইমরান খানের করোনা পজিটিভ এসেছে। এর দুদিন আগে তিনি চীনা উদ্ভাবিত সিনোফার্মের করোনা-প্রতিরোধী টিকা নিয়েছিলেন।

তার স্ত্রী বুশরা বিবিও করোনায় আক্রান্ত হয়েছেন। কোয়ারিন্টিনে থাকাকালে ইমরান খানের এই বৈঠকে সরকারি দলের কেউ তার পক্ষে দাঁড়াচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রেই তারা এ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকছেন।

বৈঠকে সিনেটর শিবলি ফারাজ ও ফয়সাল জাভেদ অংশ নিয়েছিলেন। তারাই প্রথমে টুইটারে এ নিয়ে ছবি পোস্ট দিয়েছেন।

এরপরেই সাবেক এই কিংবদন্তি ক্রিকেট তারকার বিরুদ্ধে সমালোচনার ঝড় নেমে আসে।

সামাজিকমাধ্যমে তার এই ছবি দেখে সাধারণ মানুষও বিস্ময় প্রকাশ করেছেন।