ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি তেল টার্মিনালে অগ্নিকাণ্ড

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি তেল টার্মিনালে ক্ষেপণাস্ত্র হামলায় সেখানকার একটি ট্যাংকে আগুন ধরে গিয়েছে।

শুক্রবার দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। প্রতিবেশী ইয়েমেনে রিয়াদের নেতৃত্বাধীন হস্তক্ষেপের ছয় বছরপূর্তিতে এই হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার জিজান প্রদেশের এই হামলার পেছনে কারা দায়ী তা উল্লেখ করেনি সৌদি মন্ত্রণালয়। কিন্তু এমন এক সময় এই হামলা হয়েছে, যখন তেলসমৃদ্ধ দেশটির বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা।

যদিও এর আগে হুতিদের অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে সৌদিরা। বৈরিতার অবসানে যুক্তরাষ্ট্রও জোর তাগিদ দিচ্ছে। সৌদির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জিজানের পেট্রোলিয়াম পণ্য বিতরণ টার্মিনালে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে একটি ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়ে মন্ত্রণালয় বলছে, এটি কেবল সৌদিতেই হামলা নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার ওপর আঘাত। হুতিরা এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি বিস্ফোরকবোঝাই ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।