সর্বোচ্চ শনাক্তের দিনে আরও ৫৩ জনের মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৬৬ জনে।

একইসময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ৮৭ জনের দেহে, যা বাংলাদেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। তাদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৭০৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন।

এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ২২৭টি ল্যাবে ৩০ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.০৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩.৩২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭০৭ জন সুস্থ হওয়ায় এখন পর্যন্ত সুস্থ হয়েছে পাঁচ লাখ ৫২ হাজার ৪৮২ জন। সুস্থতার হার ৮৬.৬৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ৫৩ জনের মধ্যে ৪৫ পুরুষ ও আট নারী রয়েছে। তাদের মধ্যে একজন বাদে সবার মৃত্যু হয়েছে হাসপাতালে।

বয়স বিবেচনায় মৃত ৫৩ জনের মধ্যে দশোর্ধ্ব এক, ত্রিশোর্ধ্ব দুই, চল্লিশোর্ধ্ব পাঁচ, পঞ্চাশোর্ধ্ব ১১, ষাটোর্ধ্ব ৩৪ জন।

বিভাগ অনুযায়ী, ঢাকায় ৩৭, চট্টগ্রামে ৯, রাজশাহীতে এক, রংপুরে ৩, ময়মনসিংহে ৩ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।