বৈশাখী ভাতা পেলেন সরকারি চাকরিজীবীরা

gov logo

বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী ভাতা পেলেন সরকারি চাকরিজীবীরা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যকে বলেছেন, ‌‌‘করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও আজ বৈশাখী ভাতা পেলাম। উৎসবে শামিল হতে সরকারের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কয়েক বছরে ধরেই বৈশাখী ভাতা পাচ্ছি।’

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নববর্ষ ভাতার আলাদা কোড আছে। ১৪ এপ্রিলের আগেই বিল করে সাধারণত বিলটি তোলা যায়। তবে বিল সাবমিট করার পরই অ্যাকাউন্টস বিভাগ থেকে তা পাস করার পর বিলটি পাওয়া যায়। গত বছর ১০ এপ্রিল নববর্ষ ভাতা পেয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এ বছরও তারা ভাতা পেয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর ঘোষিত জাতীয় বেতন কাঠামোতে প্রথমবারের মতো বাংলা নববর্ষ ভাতা চালু হয়। এটি কার্যকর ধরা হয় ওই বছরের পহেলা জুলাই থেকে। সে অনুযায়ী সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পেয়ে আসছেন।