‘মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন’

আমি নিন্ম স্বাক্ষরকারী আপনার মায়ের নামে নিন্ম লিখিত কলেজের একজন প্যাটার্ন ভুক্ত প্রদর্শক শিক্ষক। বিগত ইংরেজী ২২/০৯/২০১৯ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক মহোদয় বরাবর এক অভিযোগ পত্র দাখিল করার পর গত ০২/০৩/২০২১ ইং তারিখে ওই কলেজ কর্তৃপক্ষ বরাবর ওই মহাপরিচালক মহোদয় কর্তৃক এক নিদেশনা পত্র প্রেরণ করা হয়। কিন্ত আজ দীর্ঘ তিন মাস হতে চললো কলেজ কর্তৃপক্ষ তার ওই নির্দেশনা আজও প্রর্যন্ত বাস্তাবয়ন করেননি। এ সংক্রান্ত বিষয়ে আমি গত ০৪/০৪/২০২১ ইং তারিখ হতে পর পর তিনটি অভিযোগ পত্র ও ব্যক্তিগত চিঠির মাধ্যমে মহাপরিচালক মহদয়কে অবহিত করানো সত্বেও তিনি আজও প্রর্যন্ত ওই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে চুড়ান্ত কোন অফিসিয়ালী ব্যবস্থা গ্রহন করেননি। কিন্তু কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তার উদ্ধর্তন কর্তৃপক্ষ সচিব/ মহাপরিচালক/ বোর্ড চেয়ারমেনের কোন আদেশ/ নির্দেশ বাস্তাবায়ন না করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের এম.পি.ও স্থগিত/ বাতিলের বিধান বেসরকারি কলেজের নীতিমালায় ১৮/১(গ) অনুচ্ছেদের মাধ্যমে আইনি ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু তিনি ওই সরকারি বিধি মোতাবেক আজও পর্যন্ত ওই অধ্যক্ষের এম.পি.ও স্থাগিতের চুড়ান্ত ব্যবস্থা গ্রহন করেননি। মহোদয় আপনি আপনার বাবার সেই ছোট একটি স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। কিন্তু মহাপরিচালক মহোদয় এর এহেন কর্মকান্ডে আপনি কি কখনো আপনার বাবার সেই ক্ষুদ্র স্বপ্নটুকু বাস্তবায়োন করতে পারবেন ?

বিনীত নিবেদক

মোঃ আব্দুল ওয়াহিদ মেহেদী
প্রদর্শক পদার্থ বিদ্যা বিভাগ
ফজিলাতুননেছা মহিলা ডিগ্রী কলেজ
পোষ্টঃ যাদবপুর, শার্শা, যশোর।