ভারত নিজ নাগরিকদের বাদ দিয়ে টিকা দেবে বলে আশা করি না: পরিকল্পনামন্ত্রী

M A Mannan
ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমানে ভারতের ভীতিকর পরিস্থিতি চলছে। কোভিডে তছনছ হয়ে গেছে ভারত। তাদের নাগরিকদের বাদ দিয়ে ভারত আমাদের টিকা দেবে তা আশা করি না।

মঙ্গলবার (৪ এপ্রিল) একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী একথা বলেন। ভারত থেকে টিকা প্রাপ্তি ও চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এম এম মান্নান বলেন, ভারতের সঙ্গে টিকা নিয়ে যে চুক্তি ছিল তা ভেঙে গেছে। ভারতের অবস্থা এখন ভয়াবহ। তাদের (ভারত) ঘরে এখন মহা সমস্যা চলছে।

টিকা ও অক্সিজেনের মজুদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কয়েকটি দেশ থেকে টিকা পাওয়া যাবে। বর্তমানে দেশে অক্সিজেনের কোনো সমস্যা নেই। আমাদের আস্থা আছে কোনো সংকট হবে না।

স্বাস্থ্যখাতে বরাদ্দ ও ব্যয় প্রসঙ্গে বলেন, স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বরাদ্দ আছে। বর্তমানে হয়তো কিছুটা বাস্তবায়ন কম দেখাচ্ছে। স্বাস্থ্যখাতে ব্যয় হয়েছে, হয়তো বিল এখনো পেমেন্ট হয়নি। বিল পেমেন্ট হলে বাস্তবায়ন ভালো দেখাবে।