ভোট পুনর্গণনায় মমতার আবেদন, খারিজ ইসির

momota

পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে নন্দ্রীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোটে লড়াই করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। গত রোববার ভোট গণনায় শুভেন্দুর কাছে ১ হাজার ৯৫৬ ভোটে হেরে যান মমতা। ওই দিনই রাজ্যের প্রধান নির্বাচন কমিশনার আজিজ আফতাবের কাছে নন্দীগ্রামের ভোট পুনর্গণনা চেয়ে আবেদন করেন মমতা। পরে সেই আবেদন খারিজ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

ভোটযন্ত্র বদলানোসহ ভোটে কারচুপির অভিযোগ এনে পুনর্গণনার আবেদন করেন মমতা বন্দোপাধ্যায়। তবে নির্বাচন কমিশন থেকে আবেদন খারিজ করে বলা হয়, তিনি চাইলে আদালতে যেতে পারেন। রিটানিং অফিসারের সিদ্ধান্তই চূড়ান্ত।

নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায় ভোট পেয়েছিলেন ১ লাখ ৮ হাজার ৮০৮টি। অপরদিকে এক সময়কার দলের মন্ত্রী বর্তমানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ভোট পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৭৬৪টি। মমতা ১ হাজার ৯৫৬ ভোটে শুভেন্দুর কাছে হেরে যান। যদিও ভারতীয় সংবিধান অনুযায়ী মমতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তবে তাকে আগামী ৬ মাসের মধ্যে বিধানসভার কোনো আসন থেকে জয়ী হয়ে আসতে হবে।

এদিকে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দোপাধ্যায়কে বাংলায় শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়।

সূত্র: ইন্ডিয়া টিভি।