ঘরে ফিরেছেন আলমগীর

করোনায় আক্রান্ত অভিনেতা আলমগীর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আজ (৫ মে) ঘরে ফিরেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই তথ্য জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা।

ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আলমগীর। এখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তাদের পরিশ্রমী উল্লেখ করে ধন্যবাদ দিয়েছেন রুনা লায়লা। তার কথায়, ‘শুধু ওষুধ দিয়ে নয়, পাশাপাশি এসব মানুষ হাসিমুখে যত্ন নিয়ে আলমগীরের সেবা করেছেন। আমরা পরিবার হিসেবে এই সম্মুখসারির কর্মীদের প্রত্যেককে স্যালুট ও ধন্যবাদ জানাই।’

রুনা লায়লার ফেসবুক স্ট্যাটাস পড়ে বোঝা যাচ্ছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাদের শুভানুধ্যায়ীরা উৎকণ্ঠায় ছিলেন। তিনি বলেন, ‘সবাইকে আমাদের জন্য প্রার্থনা, খোঁজ নেওয়া, খুদে বার্তা পাঠানো এবং শুভকামনার জন্য মন থেকে ধন্যবাদ দেই। জীবনের এই সংকটময় মুহূর্তে আমাদের পাশে দাঁড়ানোর জন্য সবার কাছে ঋণী হয়ে গেলাম। সবাই নিরাপদে ও সুস্থ থাকুন।’

গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে সপরিবারের করোনা প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ নেন আলমগীর ও রুনা লায়লা। এর চারদিন পর করোনা ভাইরাস ধরা পড়ায় গত ১৮ এপ্রিল হাসপাতালে ভর্তি হন আলমগীর। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরতে পেরেছেন। তবে দ্বিতীয়বার নমুনা পরীক্ষাতেও তার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।