আলাদিনের দৈত্য হিরো আলম

বগুড়ার আর দশটা সাধারণ ডিশ ব্যবসায়ীর মতোই ছিল তার জীবন। কিন্তু ব্যবসার খাতিরে নিজেই যখন বিভিন্ন ভিডিওতে মডেল হতে শুরু করলেন তখন থেকেই ভাগ্যটা তার বদলে যেতে লাগলো। পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া যুবক আশরাফুল আলম এখন বিখ্যাত হিরো আলম।

তিনি এখন সিনেমারও নায়ক। যখন যা করেন তা নিয়েই আলোচনা হয়। ভাইরাল হয় তার কৌতুক, গান।

কদিন আগেই হিরো আলমের আরবি গান প্রকাশ পেয়েছে। আরব্য চিত্র দৃশ্যমান করতে তিনি মরুভূমির আদলে যমুনার চরকে বেছে নেন, যা তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

তার রেশ না ফুরাতেই এবার তিনি হাজির হচ্ছেন আলাদিনের সেই বিখ্যাত চেরাগের দৈত্য হিসেবে। হিরো আলমের ফেসবুক পেজে দৈত্যের সাজেই দেখা গেল তাকে।

বিস্তারিত জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এটা আসলে ঈদের একটা নাটক। সেখানেই আমি দৈত্য। খুব মজার কাহিনি।’

নাটকটি নিজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানান হিরো আলম।

এ নাটক পরিচালনা করেছেন সাইফুল ইসলাম।