করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে বিশ্ব জুড়ে উদ্বেগ

corona

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বিশ্ব জুড়ে উদ্বেগ তৈরি করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, করোনার নতুন ভ্যারিয়েণ্ট ভারতে প্রথমে ভারতে পাওয়া গেছে। প্রাথমিকভাবে গবেষণায় দেখা গেছে বি১.৬১৭ ভাইরাসটি অন্য ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত গতিতে ছড়ায়। তবে এর আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে হু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ জানান, ভারতে যে প্রজাতির (বি.১.৬১৭) করোনা দেখা যাচ্ছে, সারা বিশ্বের কাছে এটি উদ্বেগের বিষয়।

করোনার ভারতীয় ভ্যারিয়েন্টটি ইতোমধ্যে ৩০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তবে আরও তিনটি যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনার ভ্যারিয়েন্টকেও একই তকমা দেওয়া হয়েছে।

সোমবার সাংবাদিক সম্মেলনে মারিয়া বলেন, ‘আন্তর্জাতিক স্তরে এই ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করছি আমরা। আমাদের হাতে এমন কিছু তথ্য আছে, যা থেকে অনুমান করা হচ্ছে যে এই ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক।’ তিনি জানিয়েছেন, সেই বিষয়ে মঙ্গলবার আরও তথ্য প্রদান করা হবে। একইসঙ্গে সেই বি.১.৬১৭ ভ্যারিয়েন্টের আরও তিনটি উপ-প্রজাতির বিষয়েও তথ্য দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।